তারেককে দেশে এনে বিচার করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধরে দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করা হবে।

শেখ হাসিনা বলেন, কেউ যাতে আগুন সন্ত্রাস করতে না পারে, সে জন্য প্রস্তুত থাকতে হবে। একজন মানুষের ক্ষতিও যেন কেউ করতে না পারে। আগুন দিয়ে পোড়াতে এলে যে হাত দিয়ে আগুন দেবে, ওই হাতটা ওই আগুনে পুড়িয়ে দিতে হবে। আর বসে থাকার সময় নেই। কোনো ক্ষমা নেই।
তারেক জিয়া মুচলেকা দিয়ে গিয়েছিল, সাজাপ্রাপ্ত আসামি। আমি ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করব, তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনব। ব্রিটিশ সরকারকে বলব তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি। তাকে হ্যান্ডওভার করতে হবে বাংলাদেশের কাছে। দেশে নিয়ে এসে সাজা বাস্তবায়ন করব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, আমাকে যখন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হল, আমি তখনই দেশে চলে আসছি। ওর বাপও (জিয়াউর রহমান) তো আমাকে ঠেকাতে পারেনি। আবার যখন তত্ত্বাবধায়ক সরকার, তখনও পারেনি। এতই নেতৃত্ব দেয়ার শখ, দেশের বাইরে পালিয়ে থেকে কেন। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সেই সুযোগে ডিজিটালি কথা বলে।

  • শেয়ার করুন