হামাস জিম্মিদের মুক্তি দিলেও গাজায় হামলা বন্ধ হবে না: নেতানিয়াহু

প্রকাশিত: মে ১৪, ২০২৫

  • শেয়ার করুন

ইসরায়েল গাজার ওপর চলমান সামরিক অভিযান থামাবে না—এ কথা সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাস যদি এখনই সব জিম্মি ছেড়ে দেয়, তবুও হামলা বন্ধ হবে না। বরং আগামী কয়েকদিনের মধ্যেই গাজায় পূর্ণ শক্তি নিয়ে নতুন অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার (১৩ মে) রাতে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নেতানিয়াহু বলেন, গাজায় চলমান যুদ্ধ একেবারে বন্ধ হবে না। তবে কিছু বন্দি মুক্তির বিনিময়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করা যেতে পারে। আহত সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি আরও বলেন, “হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্তি—এই দুটি কাজ একসঙ্গে চলবে। হামাস যদি বলেও তারা আরও ১০ জন জিম্মি ছেড়ে দেবে, তবু আমরা যুদ্ধ থামাব না।”

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নেতানিয়াহু তার জোটসঙ্গীদের বলেছেন, যদি হামাস অস্ত্র ফেলে না দেয়, তাহলে শুধু বন্দি মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবে ইসরায়েল।

এদিকে গাজার পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে লাগাতার বিমান ও স্থল হামলা, অন্যদিকে খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ—সব মিলিয়ে গাজা যেন রূপ নিয়েছে মৃত্যুপুরীতে। সেখানে এখন কোনো স্থানই আর নিরাপদ নয়।

এর আগে সোমবার, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলি প্রতিনিধিদল কাতারে পাঠানো হয়েছে। প্রতিনিধি দলটি মার্কিন প্রেসিডেন্টের উপসাগরীয় সফরের সময় দোহায় অবস্থান করবে বলে জানা গেছে।

ওইদিনই হামাস ওয়াশিংটনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইসরায়েলি-আমেরিকান নাগরিক ইদান আলেক্সান্ডারকে মুক্তি দেয়। হামাস জানায়, এটি চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে করা হয়েছে।

  • শেয়ার করুন