খামেনির প্রতি ‘অগ্রহণযোগ্য ভাষা’ পরিহারে ট্রাম্পকে সতর্ক করলো ইরান

প্রকাশিত: জুন ২৮, ২০২৫

  • শেয়ার করুন

ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিয়ে ‘অশোভন ও অগ্রহণযোগ্য ভাষা’ ব্যবহারের অবসান ঘটাতে হবে।

তিনি বলেন, “ট্রাম্প ইরানি জনগণের নেতা এবং তাঁর কোটি অনুসারীর আবেগ ও অনুভূতিতে আঘাত করেছেন।” একইসঙ্গে আরাগচি সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্র যদি হুমকির পথ অব্যাহত রাখে, তাহলে ইরান তার ‘বাস্তব সামরিক ক্ষমতা’ প্রদর্শনে বিন্দুমাত্র দ্বিধা করবে না।

আরাগচি আরও বলেন, “ভুল ধারণা ও কল্পনায় কোনো অবিবেচক সিদ্ধান্ত নিলে, ইরান নিজের প্রকৃত শক্তি দেখাতে একটুও পিছপা হবে না। তখন ইরানের সামর্থ্য নিয়ে যেকোনো বিভ্রান্তি দূর হয়ে যাবে।”

সাম্প্রতিক ইসরায়েলি সামরিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি ব্যঙ্গ করে বলেন, “ইসরায়েলি নেতারা শেষমেশ বাধ্য হয়ে ‘বাবার’ শরণাপন্ন হয়েছেন।” এখানে ‘বাবা’ শব্দটি ব্যবহার করে তিনি ট্রাম্পকে ইঙ্গিত করেছেন—যা কিছুদিন আগে ন্যাটো প্রধান মার্ক রুটেও ব্যবহার করেছিলেন।

সূত্র: আল জাজিরা

  • শেয়ার করুন